×

জাতীয়

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান ট্রেইনি চিকিৎসকরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ০৫:২০ পিএম

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান ট্রেইনি চিকিৎসকরা

বর্ধিত ভাতা প্রত্যাখ্যান করে সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ট্রেইনি চিকিৎসকরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন। ছবি: ভোরের কাগজ

   

ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান। তাদের বিশ্বাস প্রধনমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া তাদের দাবি পূরণ ও সমস্যার সমাধান সম্ভব নয়।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ ছাড়া বর্তমানে কোন যৌক্তিক আন্দোলন সফলতার মুখ দেখেনি। প্রধানমন্ত্রীর প্রতি তাদের সম্পূর্ণ আস্থা আগেও ছিল, এখনো আছে। চিকিৎসকদের জন্যে প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত যা করেছেন তা ইতিহাসে নজিরবিহীন। কিন্তু আজ তারা আর না পারতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান।

বিজ্ঞপ্তিতে শান্তিপূর্ণ অবস্থানে তাদের ওপর লাঠিচার্জের তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, এই হামলা উপরমহলের নির্দেশে হয়েছে। যা সহজে প্রতীয়মান। কারণ কনিষ্ঠ চিকিৎসকরা এভাবে ন্যায্য অধিকার আদায়ে মাঠে নেমেছে সেখানে জ্যেষ্ঠরা এখন পর্যন্ত কোন ধরণের একাত্মতা প্রকাশতো করে নাই বরং বিভিন্ন সময় জুনিয়রদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। ২০২০ সালেই যেখানে ভাতার পরিমাণ ৩০ হাজার টাকা করা হয়েছিলো সেখানে ২০২৩ সালে এসে ২৫ হাজার করা খুবই লজ্জার এবং হতাশাজনক। তাদের ওপর বর্বোরোচিত আক্রমণের উপযুক্ত বিচার না হওয়া এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলেও জানান।

এদিকে, রবিবার আন্দোলনরত ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৫ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এই ভাতা নির্ধারণ করেছেন বলে জানানো হয়। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের আশ্বাসে নিজেদের কর্মসূচি ৭ দিনের জন্য স্থগিতের সিদ্ধানের কথা জানিয়েছিলো তারা। কিন্তু বর্ধিত ভাতা প্রত্যাক্ষাণ করে আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্ত নেয় আন্দোলনরতরা। এরই প্রেক্ষিতে সোমবার থেকে আবারো আন্দোলনে নামে তারা।

রবিবার দুপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছিলেন, ভাতার দাবিতে প্রশিক্ষণার্থী চিকিৎসকরা আন্দোলন করছেন। এ বিষয়ে আমরা সকলেই সম্মিলিতভাবে কাজ করছি। এই টাকা সরকারের কাছ থেকে আসে। সরকার টাকা দিলে আমরা তাদের দিয়ে দিই। আমরা সরকারের কাছে তাদের ভাতা বাড়ানোর জন্য বলেছি। সরকার এটি পর্যবেক্ষণ করছে। যত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। সব কিছুর জন্য সময় লাগে। কিন্তু তারা তা মানছে না। গতকাল তারা ঘোষণা দিল, আজকে সকালে অবস্থান ধর্মঘট পালন করছে। এখন বলছে, তারা যাবে না। এই বিষয়গুলো গ্রহণযোগ্য নয়। আশা করি দ্রুত সময়ের মধ্যে সুসংবাদ দিতে পারব।

একই অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, তাদের দাবি দাওয়ার সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই। আমরাও চাই এটি বাস্তবায়ন হোক। সরকার বলছে, এটির জন্য কিছুটা সময় দিতে হবে। প্রধানমন্ত্রী নিজে তাদের আশ্বাস দিয়েছেন। ভাতা বাড়ানোর দাবি একটি প্রক্রিয়ার বিষয়। এটি প্রথমে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাবে, সেখান থেকে সংস্থাপন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ে যাবে। সেখান থেকে পাস হওয়ার পর এটির গেজেট প্রকাশ করা হবে। এখানে সময়ের বিষয়ে রয়েছে। প্রধানমন্ত্রীর আশ্বাসের পরেও তারা মানল না। এটি ঠিক নয়। জাতীয় সংগঠন হিসেবে বিএমএ’র সাথেও তারা আলাপ করেনি।

এদিকে রবিবার সকালে দাবি আদায়ের কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে অবস্থান নেয় ট্রেইনি চিকিৎসকরা। দুপুরে আন্দোলনরতদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে। এতে কয়েকজন চিকিৎসক আহতও হয়েছেন বলে দাবি আন্দোলনরতদের। তখন পুলিশের বাধায় ব্যর্থ হয়ে বিএসএমএমইউর বটতলায় অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

প্রসঙ্গত, গত ৮ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে ভাতা বাড়ানোর দাবিসহ তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছিলো প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টর্স অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে তারা জানান, ১২ জুনের মধ্যে ভাতা না বাড়ালে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাবেন তারা। এরপর দাবি মানার আশ্বাসে দুই দফা আন্দোলন স্থগিত করা হলেও আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App