×

জাতীয়

ওরা আমাকে শোবার জন্য ইঁদুরে কাটা নোংরা গদি দেয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ১০:০৮ পিএম

ওরা আমাকে শোবার জন্য ইঁদুরে কাটা নোংরা গদি দেয়

পুরোনো ছবি

   
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৭ সালের ১৬ জুলাই ভোর রাতে আমাকে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার গ্রেপ্তার করে নিয়ে আসে, এই সংসদ ভবনের একটা ভাঙা বাড়িতে থাকতে হতো। যদিও আমি ছিলাম তখন বিরোধী দলের নেতা। তার পরেও আগেই আমাতে গ্রেপ্তার করে। তার পরে খালেদা জিয়াকে গ্রেপ্তার না করলে প্রেস্টিজ থাকে না, তাই তাকে ১-২ মাস পরে গ্রেপ্তার করতে বাধ্য হয়। তার থাকার জন্য এখনকার স্পিকারের নতুন বাড়ি বরাদ্দ করা হয়। তার জন্য তিন চার বার গদি ফার্নিচার পাল্টাতে হয়। আর আমাকে শুতে হতো ইঁদুরে কাটা নোংরা গদিতে আর গায়ে দিতাম পুরান কম্বল। তার পরে তারা আন্দোলনের মুখে আমাতে ছেড়ে দিতে বাধ্য হয়। বৃহষ্পতিবার (৬ জুলাই) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বিএনপির ভোট চুরি, বঙ্গবন্ধু হত্যা, জোর করে জিয়াউর রহমান এবং এরশাদের ক্ষমতা দখলের কথা বলেন। বিএনপি আমলে নারকীয় হত্যা, নির্যাতন, ধর্ষণ এবং ২০১৩ সালে অগ্নি-সন্ত্রাস ইত্যাদির কথাও তুলে ধরেন। ২০০৭ সালের এই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। পরে ২০০৮’র ১১ জুন দেশের ছাত্র-জনতার দাবির প্রেক্ষিতে সরকার তাঁকে মুক্তি দিতে বাধ্য হয়। এর আগে ২০০৭ সালের ১৬ জুলাই ভোর রাতেই যৌথবাহিনী শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধা সদন ঘিরে ফেলে। এরপর তাকে গ্রেপ্তার করে নিম্ন আদালতে নিয়ে যাওয়া হয়। পরে তাকে সংসদ ভবনের একটা বাড়িতে থাকতে হয়।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App