কমলাপুরে লোকে লোকারণ্য

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুন ২০২৩, ০১:৫১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: ভোরের কাগজ
দাঁড়ানো যাত্রীর চাপে বসাদের নাভিশ্বাস
কমলাপুর রেলস্টেশন লোকে লোকারণ্য, টিকেট কাটা যাত্রীদের যেমন চাপ রয়েছে তেমনি টিকেট বিহীন যাত্রীরাও স্টেশন চত্বরে এসেছেন ঈদে নাড়ির টানে বাড়ি ফেরার জন্য। হিমশিম খাচ্ছেন স্টেশনের নিরাপত্তারক্ষীসহ টিকেট চেকাররা।
আজ মঙ্গলবার (২৭ জুন) ঈদুল আজহা উপলক্ষে সবচেয়ে বেশি যাত্রীর চাপ হচ্ছে বলে জানিয়েছেন স্টেশন কর্তৃপক্ষ।
এদিকে বাঁশের তৈরি ব্যারিকেড দিয়ে টিকেট চেক করার পরে স্টেশনের ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে যাত্রীদের। তার ফাঁক ফোঁকড় দিয়ে কোন রকমে ঢুকে পড়ছেন শত শত যাত্রী। তারা প্রতিটি ট্রেন ছাড়ার আগ মুহূর্তে যে যে ভাবে পারে এসি ননএসি বগিতে উঠে পড়ছে। এটা সামাল দিতে পারছেন না টিটিরা, আবার কেউ চুক্তি করে কিছুঅর্থ দিলে ছাড় পেয়ে যাচ্ছে। আর এর ফলে ভিতরে সিটে বসা যাত্রীদের ঘাড়ের ওপরে পড়ছেন দাঁড়ানো যাত্রীরা, বার্থরুম যাবার কোন উপায় নেই। এমনকি পরে যারা ট্রেনে উঠে সিটে যাবার চেষ্টা করছেন এমন যাত্রীদের সিট খুঁজে নিতে নাভিশ্বাস। এদিকে অভিযোগ জানানোর কোন কর্তৃপক্ষের দেখা মেলেনি বলে জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা।
তবে সকাল থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো মোটামুটি সময় মত ছাড়ছে বলে জানিয়েছেন স্টেশন কর্তৃপক্ষ।
সন্ধ্যা বা রাতের দিকে এ ভিড় আরো বাড়তে পারে বলেও মনে করছেন রেলকর্মকর্তারা।