×

জাতীয়

যানজটের ভোগান্তি নিয়েই ঢাকা ছাড়ছে মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৩, ১২:৪২ পিএম

যানজটের ভোগান্তি নিয়েই ঢাকা ছাড়ছে মানুষ

ছবি: সংগৃহীত

   

স্বস্তির ঈদযাত্রায় পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। তারপরেও ঘরমুখো মানুষের ঈদ যাত্রায় একটুও ভাটা পড়েনি। ভোর হবার সঙ্গে সঙ্গে লোকজন ব্যাগ নিয়ে পথে নেমে পড়েছে। থেমে নেই ঈদযাত্রা। বৃষ্টির ভোগান্তির সঙ্গে উত্তরবঙ্গবাসীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট ভোগান্তি আরো বাড়িয়েছে। আর একদিন পরে ঈদ, তাই সব ভোগান্তি উপেক্ষা করেই পথে নেমেছে মানুষ।

এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সোমবার থেকে শুরু হওয়া ১৩ কিলোমিটারের যানজট সমস্যার সমাধান হয়নি। মঙ্গলবার থেকে যানজট কমলেও যানবাহন চলছে থেমে থেমে ধীরগতিতে।

মঙ্গলবার (২৭ জুন) ভোর থেকে রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে মানুষের ভিড় শুরু হয়। এরপর বেলা যতো গড়িয়েছে যাচ্ছি এবং যানবাহনের ভিড়ে বেড়েছে। বাসগুলো আসন পূর্ণ করার পরে অতিরিক্ত যাত্রী গিয়ে ঢাকা ছাড়ছে। যাত্রী নিয়ে সড়কের শ্যামলী থেকে গাবতলী পর্যন্ত যানজট ও সকালের বৃষ্টি ঈদযাত্রায় ভোগান্তি সৃষ্টি করেছে। বৃষ্টির কারণেও বিভিন্ন মহাসকের কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। তবে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ সদস্যরা তৎপর রয়েছেন।

তবে বাস টার্মিনালগুলোতে পরিবহন কোম্পানিগুলো জাতিদের কাছ থেকে বাড়তি ভরা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কোন কোন পরিবহনের লোকজন ডবল ভাড়া আদায় করছে। স্বাভাবিক সময়ে অভি পরিবহনের বাসে ঢাকা থেকে সিরাজগঞ্জ যাওয়ার ভাড়া ৩৫০ টাকা। গাবতলী টিকিট কাউন্টারের লোকজন যাত্রীদের কাছ থেকে ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেন শাহাদাত হোসেন।

নওগাঁগামী যাত্রী ফারুক জানান, স্বাভাবিক সময়ে নওগাঁ যেতে ৭০০ টাকা ভাড়া দিতে হতো । উত্তরবঙ্গের যাত্রীদেরও বিভিন্ন গন্তব্যের জন্য বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার একই দূরত্বের জন্য ১৪০০ টাকা ভাড়া দিতে হয়েছে। গাবতলী থেকে পাটুরিয়া আরিচা পর্যন্ত স্বাভাবিক সময়ের ভাড়া ১৮০ টাকা। ঈদ উপলক্ষে ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে।মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকেও বাড়তি ভাড়ায় বিভিন্ন জেলার বাসগুলো যাত্রী তুলছে। তবে অনলাইনে যারা টিকিট এখনো কাটতে সুযোগ পাচ্ছেন তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে না। বাড়তি ভাড়া দেয় এর বিরুদ্ধে বিআরটিএ তৎপরতার কথা বললেও সকালে কোন বাসস্ট্যান্ডেই দেখা যায়নি। বাড়তি ভাড়া আদায়ের ব্যাপারে অভিযোগ করারও কোন জায়গা যাত্রীদের নেই।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট সৌরভ আহমেদ ঢাকা পোস্টকে বলেন, সোমবার বিকেল থেকেই গাবতলীতে যাত্রীদের ব্যাপক চাপ রয়েছে। আজ ভোর থেকে চাপ আরো বেড়েছে। তাছাড়া গাবতলী গরুর হাটের কারণে যানজট ও ভিড় এমনিতেই বেশি। এলাকায় কিছুটা যানজটের সৃষ্টি হলেও আমরা দ্রুততার সঙ্গে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছি। বৃষ্টির কারণে সবদিক থেকে ঝামেলা আরো বেড়েছে। যাত্রীদের ভোগান্তি দূর করতে বাসগুলো যেন সহজেই ঢাকার বাইরে যেতে পারে সে চেষ্টা চলছে।

এদিকে সোমবার ভোররাত থেকেই উত্তরবঙ্গ থেকে ঢাকামুখি লেনে যানবাহনের অতিরিক্ত চাপ দেখা যায়। মঙ্গলবার সব মহাসড়কে পুরো মাত্রায় যানবাহনের চাপ রয়েছে। তবে সকালে ১১ টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম ঢাকা সিলেট ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে মহাসড়কে স্বস্তি রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App