রাজনৈতিক কর্মসূচিতে জামায়াতের নিষেধাজ্ঞা চেয়ে আপিল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুন ২০২৩, ০৭:০৫ পিএম

জামায়াতে ইসলামী। ফাইল ছবি

রাজনৈতিক কর্মসূচিতে জামায়াতের নিষেধাজ্ঞা চেয়ে আপিল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন করেন মওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মো. হুমায়ুন কবির ও ইমদাদুল হক নামে তিন ব্যক্তি। তাদের করা আরেকটি আবেদনে, উচ্চ আদালতের রায়ে নিবন্ধন বাতিল হওয়ার পর রাজনৈতিক কর্মসূচি পালন করে নিবন্ধন দাবি করায় দলটির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে।
আবেদন দুটি শুনানির জন্য আগামী ৩১ জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল বিভাগের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর চেম্বার আদালত সোমবার এ আদেশ দেন। এসময় আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়ার আমীর। তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে আমরা দুটি আবেদন করেছি। তার মধ্যে একটি হলো আদালত কর্তৃক নিবন্ধন বাতিল হওয়ার পর রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সেই নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবি করেছে তারা, যেটা আদালত অবমাননার শামিল। আরেকটি হলো জামায়াতের ব্যানারে বা তাদের প্রতীক ব্যবহার করে রাজনৈতিক সব ধরনের কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। চেম্বার আদালত আবেদন দুটি গ্রহণ করে শুনানির জন্য ৩১ জুলাই দিন ঠিক করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন।
প্রায় এক দশক পরে গত ১০ জুন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করে জামায়াত। সমাবেশে নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবি ও দলের নেতাকর্মীদের মুক্তির দাবি তোলেন তারা।