আফতাবনগর হাটের সবচেয়ে বড় খাসির নাম মায়ের দোয়া

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুন ২০২৩, ০২:৫৭ পিএম

ছবি: ভোরের কাগজ

ছবি: ভোরের কাগজ
রাজধানীর আফতাবনগর হাটে কোরবানির জন্য বিক্রি করতে আনা সবচেয়ে বড় খাসি এটি। খাসিটি সোমবার (২৬ জুন) ভোরে ঝিনাইদহ থেকে এই হাটে এনেছেন শাজাহান আলী মন্ডল। খাসিটির দাম হাকছেন ১ লাখ ৬০ হাজার টাকা। এরই মধ্যে ক্রেতা ৮০ হাজার টাকা পর্যন্ত দাম করে গেছেন। কিন্তু তিনি এক লাখ ২০ হাজার হলে বিক্রি করবেন।
[caption id="attachment_443043" align="aligncenter" width="631"]
ছবি: ভোরের কাগজ[/caption]
বিক্রেতা শাজাহান মন্ডল জানান, খাসিটির বয়স চার বছর। তিনি তার পরিচিত একজনের কাছ থেকে কিনে নিয়েছেন। এই খাসিটি ছাড়াও আরো ৩০ টি খাসি বিক্রির জন্য এনেছেন তিনি। এরই মধ্যে ছয়টি খাসি বিক্রি করেছেন। সেগুলো সাইজে মাঝারি।
