হিযবুত তাহরীর শীর্ষ নেতা শাকির খান গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২৩, ১২:০৯ পিএম

ফাইল ছবি
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা শাকির খানকে রাজধানীর কাফরুল থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২৫ জুন) রাতে ৪২ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।র্যাব-২ এর পক্ষ থেকে জানানো হয়, শাকির হিযবুত তাহরীরের অন্যতম শীর্ষ নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের সদস্য।
তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দুটি মামলা রয়েছে এবং আদাবর থানার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শাকির খান দীর্ঘ নয় বছর ধরে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে রাবের ভাষ্য। তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করার কথা জানিয়েছে র্যাব।
এর আগে গত ৮ এপ্রিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা ও দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি তালাত মাহমুদ সায়েনকে গ্রেপ্তার করে র্যাব। রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে বই ও লিফলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।
সাংগঠনিক কার্যক্রম প্রচারের জন্য লিফলেট ও পোস্টার বিতরণের মাধ্যমে দেশের বিভিন্ন মাদরাসা ও স্কুলের মেধাবী ছাত্র তথা তরুণ প্রজন্ম ও সাধারণ জনগণকে জঙ্গিবাদে সম্পৃক্ত করতে উৎসাহিত করেন এই নেতা। এর আগে ২০১৫ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হনতিনি। পরবর্তীতে জামিনে বের হয়ে আত্মগোপনে থেকে জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখেন।