৭ দিনের রিমান্ডে মাহফুজ ও তার স্ত্রী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুন ২০২৩, ০৪:৩২ পিএম

শামিন মাহফুজ ও তার স্ত্রী নাজনীন। ছবি: ভোরের কাগজ
‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নামে মোস্ট ওয়ান্টেড জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা শামিন মাহফুজের চারদিন ও তার স্ত্রী নাজনীন সুলতানার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আরো পড়ুন: সশস্ত্র প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছিলেন শামিন মাহফুজ
আজ শনিবার (২৪ জুন) মামলার তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট আসামিদের আদালতে হাজির করে ডেমরা থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।
আরো পড়ুন: আল কায়েদার শীর্ষ নেতা ইজাজ কারগিলের স্ত্রী ছিলেন নাজনীন
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালত তাদের রিমান্ডের আদেশ দেন।
আরো পড়ুন: সস্ত্রীক হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা গ্রেপ্তার
এর আগে শুক্রবার রাতে রাজধানীর ডেমরা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ তাদের গ্রেপ্তার করে সিটিটিসি। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।