কাউকে সমর্থন দেননি বিদায়ী মেয়র আরিফ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ জুন ২০২৩, ১২:২৮ পিএম

বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন নিয়ে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আমি কাউকে সমর্থন দেইনি। নির্বাচনের দিন দাদাবাড়িতে গিয়ে আম কুড়াবো।
মেয়র আরিফুল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ‘ভয়েস অব সিলেট’ নামে একটি ফেসবুক পেইজের লাইভে অংশ নিয়ে এসব কথ বলেন।
বুধবারের ভোট নিয়ে কথা বলতে গিয়ে সিসিক মেয়র ও বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, আমি আগেই বলেছি, আমার দল নির্বাচনে যাবে না। গত ২০ মে সমাবেশ করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছি। এখন কাউকে সমর্থন দেয়ার প্রশ্নই ওঠে না।
এসময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আপনারা প্রহসনের নির্বাচনে অংশ নেবেন না।
এক প্রশ্নের জবাবে নির্বাচনে আগ্রহ নেই উল্লেখ করে তিনি ভোটের দিন দাদারবাড়িতে গিয়ে আম কুড়াবেন বলে জানান।
এর আগে মেয়র আরিফুল হক চৌধুরী দলের সিদ্ধান্তের কথা বলে নির্বাচন থেকে সরে দাঁড়ান।