প্রকৌশলী আব্দুস সবুরের আইডি হ্যাক করে টাকা দাবি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুন ২০২৩, ০৫:২৫ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুরের ব্যক্তিগত ইমো ও ফেসবুক মেসেঞ্জার আইডি হ্যাক করে বিভিন্ন মানুষের কাছে টাকা চাওয়ার ঘটনা ঘটেছে।
ইঞ্জিনিয়ার আবদুস সবুর দেশের প্রাচীন পেশাজীবী সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর প্রেসিডেন্ট পদেও দায়িত্ব পালন করে আসছেন।
শনিবার (১৭ জুন) ইঞ্জিনিয়ার আবদুস সবুর এবং তাঁর ঘনিষ্টজন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিএস সুমন সরকারের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সবাইকে সচেতন এবং প্রতারক চক্র থেকে সজাগ থাকার আহ্বান জানিয়ে একটি পোস্ট দেয়া হয়েছে।
টাকা চেয়ে মেসেজ পাওয়া প্রসঙ্গে জিএস সুমন সরকার বলেন, ‘শনিবার সকাল ১১টা ২২ মিনিটে ইঞ্জিনিয়ার ব্যক্তিগত ইমো ও ফেসবুক মেসেঞ্জার আইডি থেকে একটি মেসেজ আসে। সেখানে লেখা ছিল: আসসালামু আলাইকুম আমার খুবই আর্জেন্ট ২৫ হাজার টাকা লাগবে এখন দেওয়া যাবে? দিতে পারলে ভয়েস দিয়ে জানান।
বিষয়টি নিশ্চিত করে ইঞ্জিনিয়ার আবদুস সবুর সাংবাদিকদের বলেন, কে বা কারা সম্প্রতি আমার ইমো ও ফেসবুক মেসেঞ্জার আইডি হ্যাক করেছে। এরই মধ্যে তারা আমার নাম দিয়ে বিভিন্নজনের কাছ থেকে টাকা দাবি করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।