×

জাতীয়

খালেদার অসুস্থতা নিয়ে কাদেরের বক্তব্যে ফখরুলের ‘ধিক’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৩, ০৬:৫৬ পিএম

খালেদার অসুস্থতা নিয়ে কাদেরের বক্তব্যে ফখরুলের ‘ধিক’
খালেদার অসুস্থতা নিয়ে কাদেরের বক্তব্যে ফখরুলের ‘ধিক’
   
দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অসুস্থতা নিয়ে বিএনপি ‘রাজনীতি করছে’ বলে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের বক্তব্যে ‘ধিক’ জানিয়েছেন বিরোধী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, বিএনপি নেত্রী এখন ‘জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন’। বৃহস্পতিবার (১৫ জুন) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ‘জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরামের’ এক আলোচনায় এ কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) আজকে এখন অসুস্থাবস্থায় জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা বার বার তার অসুস্থ অবস্থার জন্য তাকে বিদেশে নিতে আবেদন জানিয়েছি। চিকিৎসকরা এবারও বলেছেন, অবিলম্বে তাকে বিদেশে পাঠানো হোক। বার বার তার পরিবার আবেদন করেছে। কিন্তু এখন পর্যন্ত দেয়া তো দূরে থাক, গতকাল বলেছে, জিয়ার অসুস্থতা নিয়ে আমরা নাকি রাজনীতি করি। ‘ধিক’ তাদের। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন গত ১৩ মে রাতে অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। দুর্নীতির দুটি মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে তিন বছর ধরে তার বাড়িতে রয়েছেন। ইউরোপীয় পার্লামেন্টের ছয়জন সদস্য সম্প্রতি বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে ভূমিকা রাখতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান জোসেপ বোরেলকে যে চিঠি লিখেছেন, সেখানে খালেদা জিয়ার মুক্তির কথাও বলা হয়। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেছেন, খালেদা জিয়া বিষয়ক কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কোনো চাপে নত হবে না সরকার। ৭৮ বছর বয়েসী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন। দুই মাস আগে গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পাঁচ দিন তাকে হাসপাতালে থাকতে হয়েছে। ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। গত বছর হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App