বরিশালে নৌকার জয়

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ জুন ২০২৩, ০৭:২৬ পিএম
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ বেসরকারিভাকে বিজয়ী হয়েছেন। ৫৩ হাজার ৪০৮ ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হন।
১২৬টি কেন্দ্রে আবুল খায়ের আবদুল্লাহ মোট ভোট পেয়েছেন ৮৭৭৫৩, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার প্রার্থী মুফতি ও চরমোনাই পীর ফয়জুল করিম পেয়েছেন ৩৪৩৪৫ ভোট।
এদিকে বিজয়ের পর নির্বাচনী কার্যালয়ে আবুল খায়ের আব্দুল্লাহ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় ফুল দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ নেতাকর্মীরা আবুল খায়ের আব্দুল্লাহকে শুভেচ্ছা জানান।
এর আগে সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। যা চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে ভোট গণনা শেষে সন্ধ্যায় ফল প্রকাশ হয়।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭ জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু ছাড়াও স্বতন্ত্র প্রার্থী আছেন ঘড়ি প্রতীকের মো. কামরুল আহসান রুপন, হাতি প্রতীকের আসাদুজ্জামান ও হরিণ প্রতীকের আলী হোসেন।