×

জাতীয়

বিএনপির ৮ নেতাকর্মীকে আজীবন বহিষ্কার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৩, ০১:৫২ এএম

বিএনপির ৮ নেতাকর্মীকে আজীবন বহিষ্কার
   

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশগ্রহণ করায় বিএনপির আট নেতাকে আজীবন বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

শনিবার (৩ জুন) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কারের বিষয়টি ভোরের কাগজকে নিশ্চিত করেছেন খুলনার সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড।

বহিষ্কৃত নেতারা হলেন- মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সাজ্জাদ হোসেন তোতন (৫ নম্বর ওয়ার্ড), ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আশফাকুর রহমান কাকন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. মাহবুব কায়সার (২২ নম্বর ওয়ার্ড), দৌলতপুর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ কে এম মোসফেকুস সালেহীন পাইলট (১৪ নম্বর ওয়ার্ড), মহিলা দল নেত্রী মাজেদা খাতুন (সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ড), বিএনপি নেতা আমান উল্লাহ আমান (৩০ নম্বর ওয়ার্ড), সাবেক ছাত্রদল নেতা ইমরান হোসেন (১৮ নম্বর ওয়ার্ড), মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার মাতুব্বর (৯ নম্বর ওয়ার্ড)।

চিঠিতে বলা হয়, আগামী ১২ জুন অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয়ায় ১ জুন তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। কিন্তু নির্ধারিত সময় হলেও কেউ সেই নোটিশের জবাব দেননি। যা গুরুতর অসদাচরণ। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার না করে বিশ্বাসঘাতকতা করেছেন।

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির গঠনতন্ত্রের বিধান অনুযায়ী দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে আপনাদের আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App