এরদোগানের শপথ অনুষ্ঠানে অংশ নিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০২৩, ১১:৫৪ পিএম

শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে আলিঙ্গন করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। ছবি: বঙ্গভবন থেকে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা আজ শনিবার (৩ জুন) তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দেন। এরদোগান টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
বিশ্বের ৭৭টি দেশের নেতারা শপথ অনুষ্ঠানে যোগদান করেন।

শপথ গ্রহণের পরপরই প্রেসিডেন্ট এরদোগান তুরস্ক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি পরিদর্শন করেন। পরে প্রেসিডেন্ট এরদোগানের দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে প্রেসিডেন্ট প্যালেসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসিডেন্ট এরদোগান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও বিশ্ব নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া, অনুষ্ঠানে পশ্চিমা সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি (ন্যাটো) ও ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসিসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।