শ্যামলীতে একটি ভবনে আগুন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২৩, ১২:২০ এএম

বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর শ্যামলীতে ২০তলা একটি ভবনের সাততলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে ২০তলাবিশিষ্ট রূপায়ন-শেলটেক ভবনের সাততলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা রাফি আল ফারুক। তিনি বলেন, রাত ১১টা ২৫ মিনিটে ভবনটির সাততলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, রাত ১১টা ২৫ মিনিটে রাজধানীর শ্যামলীতে অবস্থিত ২০ তলা রূপায়ন-শেলটেক ভবনের সপ্তমতলায় আগুন লাগার খবর আসে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগা ভবনটির ১৮ তলাসহ বেশ কয়েকটি তলায় এখনো অনেকে আটকে আছেন। জীবন বাঁচানোর জন্য চিকিৎকার দিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। অনেকে আবার নিচে থাকা পরিচিতজনকে ফোন দিয়ে তাদের দ্রুত উদ্ধারের জন্য আকুতি জানাচ্ছেন।
এখন পর্যন্ত ১৬ জনকে নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে টিটিএল দিয়ে নামানো হয়েছে ছয়জনকে। নিরাপদে নেমে আসা ১৬ জনের মধ্যে ১২ জন পুরুষ ও চারজন নারী।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না।