নীলা হত্যা মামলায় দাদুর সাক্ষ্য

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ মে ২০২৩, ০৪:০৯ পিএম

প্রতীকী ছবি
ঢাকার সাভারে স্কুলছাত্রী নীলা রায়কে হত্যা মামলায় দাদু পবিত্র মন্ডল সাক্ষ্য দিয়েছেন। পবিত্র মন্ডল নীলার মায়ের মামা।
আজ রবিবার (২৮ মে) ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদের আদালতে সাক্ষ্য দেন তিনি। তবে এদিন তার সাক্ষ্য শেষ হয়নি। আদালত অবশিষ্ট সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ১১ জুলাই ধার্য করেছেন।
এ নিয়ে মামলাটিতে তিন জনের সাক্ষ্য হয়েছে। মামলাটির তিন আসামি হলেন- মিজানুর রহমান চৌধুরী ও তার বন্ধু সাকিব হোসেন এবং সেলিম পাহলান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে ফেরার পথে নীলা ও তার ভাই অলক রায়ের পথরোধ করেন মিজানুর। পরে তার ভাইয়ের কাছ থেকে নীলাকে ছিনিয়ে নিয়ে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন মিজানুর। প্রস্তাব প্রত্যাখ্যান করায় নীলাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় মিজান। এতে নীলা মৃতবরণ করেন।
পরদিন ২১ সেপ্টেম্বর নীলার বাবা নারায়ণ রায় বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০২১ সালের ২৮ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার পরিদর্শক (তদন্ত) নির্মল কুমার দাস আদালতে চার্জশিট দাখিল করেন।