পদ্মা সেতুতে ৭০০ কোটি টাকার টোল আদায়

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ মে ২০২৩, ০৮:৫১ পিএম

ফাইল ছবি
১০ মাস ১৭ দিনে পদ্মা সেতুতে ৭০০ কোটি টাকার টোল আদায় হয়েছে। গত ২০ এপ্রিল অন্যান্য যানবাহনের পাশাপাশি ঈদুল ফিতরে উপলক্ষে সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় টোল আদায়ের পরিমাণ বেড়েছে।
এ তথ্য নিশ্চিত করেছে সেতু কর্তৃপক্ষ। বলা হয়েছে, গত বছরের ২৫ জুন উদ্বোধনের পর দিন ২৬ জুন থেকে সেতুতে যান চলাচল শুরু হয়। এতে শুক্রবার (১২ মে) সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা। সর্বমোট ১০ মাস ১৭ দিন বা ৩২১ দিনে সেতুতে এই টোল আদায় হয়েছে।
পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, এ পর্যন্ত সেতুতে একদিনের সর্বোচ্চ টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা পর্যন্ত। আর এক দিনে সর্বোচ্চ যানবাহন পারাপার হয়েছে প্রায় অর্ধ লক্ষাদিকেরও বেশি।