ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ মে ২০২৩, ১১:০৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত
রাজধানীর কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জানু মিয়া (৫৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (৩০ মে) দিবাগত রাত ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানু মিয়ার বাড়ি ঢাকার সাভারে। বাবার নাম সোনা মিয়া। তবে কি মামলায় তিনি কারাগারে ছিলেন তাৎক্ষণিক তা জানা যায়নি।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, হাজতি হিসেবে বন্দি ছিলেন জানু মিয়া। কারাগারে অসুস্থ হয়ে পড়লে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।