×

জাতীয়

কমলাপুরে যাত্রীদের উপচেপড়া ভিড়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩, ০৮:৪২ এএম

কমলাপুরে যাত্রীদের উপচেপড়া ভিড়

ছবি: সংগৃহীত

   

১৭ এপ্রিল থেকে ট্রেনযোগে ঈদযাত্রার প্রথম তিনদিন যাত্রীর তেমন ভিড় দেখা না গেলেও ভিড় বেড়েছে বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে।

আর আজ শুক্রবার (২১ এপ্রিল) ভোর থেকেই কমলাপুরমুখী হতে দেখা গেছে রাজধানীর হাজার হাজার মানুষকে।

ঈদযাত্রার শেষদিন হওয়ায় এ দিন ভোর থেকেই যাত্রীর চাপ তৈরি হয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। ধূমকেতু ও নীলসাগর এক্সপ্রেসের ছাদেও দেখা গেছে যাত্রী।

যাত্রীর চাপ বাড়লেও টিকিট দেখিয়ে স্টেশনে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। যারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেননি তারা তাৎক্ষণিকভাবে স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করে স্টেশনে প্রবেশ করছেন।

অন্যদিকে যাত্রীর নিরাপত্তায় র‌্যাব-পুলিশের সঙ্গে রয়েছে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কমলাপুর স্টেশন ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

কমলাপুর স্টেশন ঘুরে দেখা যায়, এদিন প্রতিটি যাত্রীকে টিকিট থাকা সাপেক্ষে স্টেশনে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। আর যারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেননি, তারা ট্রেন ছাড়ার আগ মুহূর্তে কাউন্টার থেকে স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করছেন। যদিও স্ট্যান্ডিং টিকিট নির্দিষ্ট হওয়ায় অনেকেই সংগ্রহ করতে পারছেন না।

ট্রেন যাত্রার দুই ঘণ্টা আগে স্ট্যান্ডিং টিকিট দেয়া হয়। তবে নিদিষ্ট আসনের শতকরা ২৫ ভাগ টিকিটের বেশি বিক্রি করা হচ্ছে না। এতে অনেকেই টিকিট কাটতে না পেরে স্টেশন ত্যাগ করছেন।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, আজ শেষ দিন হওয়ায় যাত্রীর চাপ বেশি। তবে চাপ থাকলে শৃঙ্খলার মধ্য দিয়ে সবাই স্টেশনে প্রবেশ করছেন। এখন পর্যন্ত আমাদের ট্রেন সময়মতো ছেড়েছে। এতে যাত্রীরাও খুশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App