এতিম ও দুঃস্থদের মাঝে ইফতার-ঈদ উপহার বিতরণ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ০১:১৮ পিএম

ছবি: ভোরের কাগজ
সম্প্রতি গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশয়ের উদ্যোগে ঢাকার উত্তরায় এতিম ও দুঃস্থদের মাঝে ইফতার ও ঈদ উপলক্ষে নগদ অর্থ প্রদান করা হয়।
ইতোপূর্বে বৃহত্তর সিলেটের শতাধিক দরিদ্রদের মাঝে ঈদ উপলক্ষে নগদ অর্থ প্রদান করা হয়। আয়োজনে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি শামস্-উল ইসলাম, কার্যকরী সদস্য ইঞ্জিনিয়ার মহিব উদ্দিন, শামীম আলম কুরেশীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরআগে গত ৩০ মার্চ জুম মিটিংয়ে বাংলাদেশ ইউনিটের প্রধান এ এম বদরুদ্দোজাসহ পুরো ইউনিটের প্রায় সকলের উপস্থিতিতে ১ম সভায় এই ইফতার ও দরিদ্রের ঈদ উপহার প্রদানের বিষয়টি কেন্দ্রীয় কমিটির অর্থায়নে ও বাংলাদেশ ইউনিটের সহযোগিতায় সম্পাদনের সিদ্ধান্ত হয় এবং ভবিষ্যতেও বাংলাদেশের সার্বিক উন্নয়নে ও দুস্থদের পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করা হয়। সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত বক্তারা নতুন এ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব ও সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল সহ ১৩১ সদস্যের এক্সিকিউটিভ কমিটিকে অভিনন্দন জানান ও গ্লোবাল জালালাবাদ এসোসিশনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।