এখনো ভেন্টিলেশনে ডা. জাফরুল্লাহ চৌধুরী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ০৭:১৭ পিএম

ডা. জাফরুল্লাহ চৌধুরী। ছবি: সংগৃহীত
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এখনো ভেন্টিলেশনে আছেন। তাঁর রক্তে ইনফেকশন পাওয়া গেছে। এটি নিয়ন্ত্রণে যে ওষুধ দেওয়া হচ্ছে তাতে ইতিবাচক সাড়া মিলছে। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল চারটায় গণস্বাস্থ্য কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গত বুধবার গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো সেখানেই চিকিৎসাধীন। গত রোববার তাঁর চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এর প্রধান সমন্বয়কারী অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী।
মামুন মোস্তাফী জানিয়েছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রতিদিনের মতো আজ সকাল ১০টা হতে বেলা ১১টা পর্যন্ত মেডিকেল বোর্ডের সভা হয়। সভায় তিনিসহ মেডিসিনের অধ্যাপক এ বি এম আবদুল্লাহ, নিউরোলজির অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, মেডিসিনের অধ্যাপক এফ এম সিদ্দিকী, অধ্যাপক আলী আহসান, কার্ডিওলজির অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধূরী, অধ্যাপক শফিকুল বারী ও গণস্বাস্থ্যের চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।