জেনোসাইড স্টাডিজের পরিচালক শেখ হাফিজুর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ০৬:০২ পিএম

শেখ হাফিজুর রহমান। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ বিভাগে নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আইন বিভাগের শিক্ষক অধ্যাপক হাফিজুর রহমান (কার্জন)। উপাচার্য অধ্যাপক ড মো.আআখতারুজ্জামান এই নিয়োগ প্রদান করেন।
মঙ্গলবার (১১ এপ্রিল) জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ এর পরিচালক অধ্যাপক ইমতিয়াজকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
সম্প্রতি অধ্যাপক ইমতিয়াজ আহমেদের লেখা হিস্টোরাইজিং ১৯৭১ জেনোসাইড: স্টেট ভার্সেস পারসন বইয়ে বঙ্গবন্ধুকে অবমাননা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ ওঠে। অভিযোগ এনে ছাত্রলীগসহ আরও কয়েকটি ছাত্র সংগঠন অধ্যাপক ইমতিয়াজের বিচারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এই বিষয়ে উপাচার্য অধ্যাপক ড মো আখতারুজ্জামান বলেন, অধ্যাপক ইমতিয়াজ নিজ দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন এটা সত্য। তাছাড়া সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোও এর সঙ্গে জড়িত। নাগরিক সমাজ ও বিশ্ববিদ্যালয়ের বক্তব্য আছে এই বিষয়ে। সবকিছুই এখানে ভূমিকা রেখেছে।