রাজধানীর বেশিরভাগ মার্কেটই ঝুঁকিপূর্ণ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ১২:৩৫ পিএম

ছবি: সংগৃহীত
গাউছিয়ার অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে ফায়ার সার্ভিসসহ ৩ সংস্থা
গাউছিয়াসহ রাজধানীর বেশিরভাগ মার্কেটই ঝুঁকিপূর্ণ বলে মনে করছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) গাউছিয়া মার্কেটের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের সময় ফায়ার সার্ভিসের নিউমার্কেট জোনপ্রধান বজলুর রশীদ এ মন্তব্য করেন।
এর আগে রাজধানীর গাউছিয়া মার্কেটের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন ফায়ার সার্ভিস, এনএসআই ও ডিজিএফআইয়ের একটি যৌথ দল। বেলা ১১টার দিকে তারা পরিদর্শনে এখানে আসেন।
ফায়ার সার্ভিসের নিউমার্কেট জোনপ্রধান বজলুর রশীদ বলেন, নিয়মিত অভিযানের ভিত্তিতেই গাউছিয়া মার্কেটে এসেছি। আমাদের মূল বিষয় হচ্ছে, এখানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে কিনা সেটা দেখা। আমাদের কিছু যাচাই-বাছাই আছে। সেগুলোই করতে এসেছি।
এ সময় গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি কামরুল হাসান বাবু ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উপস্থিত আছেন।