×

জাতীয়

ছাত্রীকে কুপিয়ে জখম: একজনের স্বীকারোক্তি, অপরজন কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ০৬:০০ পিএম

   

রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপর্ণা আক্তার ইতিকে (১৯) কুপিয়ে জখম করার মামলায় দুই ছিনতাইকারী মধ্যে মো. ইমরান হোসেন ওরফে ঝাওয়ালী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আরেক ছিনতাইকারী শাহজাহানকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সাব-ইন্সপেক্টর মাহীউদ্দিন আল আমিন দুই আসামিকে আদালতে হাজির করেন। ইমরান স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড এবং শাহজাহানকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালত ইমরানের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত শাহজাহানকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাড্ডা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর রণপ কুমার এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে বাড্ডার আনন্দনগরে অভিযান চালিয়ে ওই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ২ এপ্রিল রাত ১১টার দিকে হেঁটে জিম থেকে বাসার দিকে যাচ্ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইতি। রাত সোয়া ১১টার দিকে আফতাবনগর ‘সি’ ব্লকে ইম্পেরিয়াল কলেজের সামনে মেইন রোডে পৌঁছালে দুই ছিনতাইকারী গতিরোধ করে চাপাতি দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করেন। তারা ছাত্রীর হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App