নওগাঁর ৭ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০২:০৩ পিএম

ছবি: ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট, সাপাহার ও পত্নীতলা থানার সাত মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোখলেছুর রহমানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক কাজী।
সোমবার (৩ এপ্রিল) রাজধানী ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার তাকে করা হয়েছে। পরে ধামুরহাট থানা হেফাজতে নিয়ে মঙ্গলবার (৪ এপ্রিল) নওগাঁর আদালতে সোপর্দ করা হয়েছে।
মোখলেছুর রহমান উপজেলার আগ্রা দ্বিগুন বাজারের কাশিপুর গ্রামের ইছাম উদ্দিনের ছেলে। সে দীর্ঘ দিন ঢাকায় অবস্থান করছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক কাজী ভোরের কাগজকে বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সাপাহার থানা, পত্নীতলা থানা, ও ধামুরহাট থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।