সায়েন্সল্যাবের বিস্ফোরণ নিয়ে যা বলছে পুলিশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ০১:৩৯ পিএম

ছবি: ভোরের কাগজ

ছবি: ভোরের কাগজ




ছবি: ভোরের কাগজ

ছবি: ভোরের কাগজ

ছবি: ভোরের কাগজ

ছবি: ভোরের কাগজ

ছবি: ভোরের কাগজ

ছবি: ভোরের কাগজ


ছবি: ভোরের কাগজ
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় একটি বাণিজ্যিক ভবন সুকন্যা টাওয়ারে ভয়াবহ বিস্ফোরণে তিনজন মারা গেছেন। বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়েছে। এতে আহত হয়েছেন আরও ৭ জন। চার কারণে ওই ভবনে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের।
[caption id="attachment_411683" align="aligncenter" width="1677"]
রবিবার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থলে সাংবাদিকদের ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন এ কথা বলেন।
[caption id="attachment_411691" align="aligncenter" width="1600"]
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চারটি কারণে এখানে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। শর্টসার্কিট, জমে থাকা গ্যাস, গ্যাস সিলিন্ডার ও এসির কারণে বিস্ফোরণ। তবে এই মুহূর্তে সঠিক কারণটি বলা যাচ্ছে না। তদন্ত শেষ হলে কারণ জানা যাবে।
[caption id="attachment_411682" align="aligncenter" width="1596"]
তিনি বলেন, ভবনটির অবস্থা এখন পর্যন্ত খুবই ঝুঁকিপূর্ণ, অবস্থা ভালো নয়। ভবনটির তিনতলায় ছোট ছোট অফিস ছিল এবং একটি ইন্স্যুরেন্স কোম্পানির অফিস ছিল। যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমি মনে করি এই মুহূর্তে ভবনটিতে কারও প্রবেশ করা উচিত হবে না। আমরা ঝুঁকি নিয়ে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল ঘুরে এসেছি, পরিদর্শন করেছি।
[caption id="attachment_411693" align="alignnone" width="1658"]
হতাহতের বিষয়ে তিনি বলেন, আমরা শুনেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পপুলার হাসপাতাল মিলে ১২ থেকে ১৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪-৫ জনের অবস্থা গুরুতর। এছাড়া তিন জন মারা গেছেন।