ধানমন্ডির লেকে যুবকের অর্ধগলিত মরদেহ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২২ এএম

ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডি লেক থেকে শাহিন আলম (২৫) নামে এক গাড়ি চালকের ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে ধানমন্ডি ১৫ নম্বর লেকের পানি থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ওই মরদেহ পাঠায় পুলিশ।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, সকালে খবর পেয়ে লেকের পানিতে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে শাহিন আলমের পরিচয় পাওয়া যায়। তার বাবার নাম সিরাজ পাটোয়ারী। গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। মোহাম্মদপুর কাটাসুর এলাকায় থাকতেন তিনি।
ওসি আরো বলেন, শাহিনের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদকাসক্ত ছিলেন তিনি। জুয়া খেলে ঋণগ্রস্ত ছিলেন তিনি। পরিবারের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না। বুধবার তিনি বাসা থেকে বের হন। এরপর আর বাসায় ফেরেননি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, গত দুই দিন আগে লেকের পানিতে ডুবে মারা গেছেন তিনি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।