সবই আল্লাহর ইচ্ছা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৭ পিএম

মো. সাহাবুদ্দিন
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ার পর দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু স্মরণ করেছেন সৃষ্টিকর্তার কথা। তিনি শুধু একটি বাক্য উচ্চারণ করে বলেন, ‘সবই আল্লাহর ইচ্ছা’।
প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, `আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ, তিনি আমাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন।'
আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে নিজের সই করা মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য।
আর সাংবাদিকদের একের পর এক অনুরোধের মধ্যে সাহাবুদ্দিন চুপ্পু শুধু বলেন, “সবই আল্লাহর ইচ্ছা।”