×

জাতীয়

সাড়ে ৯ কেজি স্বর্ণের মামলায় বিমানবালার কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ০৪:১৮ পিএম

সাড়ে ৯ কেজি স্বর্ণের মামলায় বিমানবালার কারাদণ্ড

ফাইল ছবি

   

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধারের মামলায় বিমানবালা রোকেয়া শেখ মৌসুমীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার (২৩ জানুয়ারি) রাজধানীর বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক ফয়সল আতিক বিন কাদেরের আদালত এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহাবুদ্দিন মিয়া রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, কারাদণ্ডের পাশাপাশি মৌসুমীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরও তিন মাস কারাভোগ করতে হবে। মামলার অপর তিন আসামি সোহেল খাঁ, আসাদুজ্জামান প্রকাশ ওরফে বাপ্পি ও ফরিদ হোসেন জনির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন বলেও জানিয়েছেন এই আইনজীবী।

মৌসুমী মামলার শুরু থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। রায় ঘোষণার আগে তাকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। রায় শুনে কান্নায় ভেঙে পড়েন মৌসুমী। আদালতে উপস্থিত তার মা, বাবাকেও কাঁদতে দেখা যায়।

২০১৯ সালের ৫ সেপ্টেম্বর ইউএস বাংলার বিএস ৩২২ ফ্লাইটে ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছানোর পর বিকেলে বিমানবন্দরে গ্রেপ্তার হন কেবিন ক্রু রোকেয়া শেখ মৌসুমী। পরে তল্লাশি করে তার শরীরের বিভিন্ন অংশে টেপ প্যাঁচানো ৮২টি সোনার বার উদ্ধার করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। সবমিলিয়ে সাড়ে ৯ কেজি ওজনের ওই সোনার আনুমানিক বাজারদর চার কোটি ১০ লাখ টাকা।

এ ঘটনায় ওইদিনই বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম মামলাটি করেন। মামলাটি তদন্ত করে চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন একই থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম।

২০২১ সালের ১০ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে চার্জশিটভূক্ত ১০ জন সাক্ষীর মধ্যে ছয়জন সাক্ষ্য দেন। আত্মপক্ষ সমর্থন করে সাফাই সাক্ষ্য দেন মৌসুমী। তার পক্ষে মামলা পরিচালনা করেন সৈয়দ নাজমুল হুদা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App