দেশে ফিরেছেন ভিপি নুর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০১:৫০ পিএম

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। ফাইল ছবি
সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফিরে এসেছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এসময় কয়েকশ’ নেতাকর্মী এয়ারপোর্টে তাকে স্বাগত জানান।
গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ নিশ্চিত করেছেন এ তথ্য।
বিমানবন্দরে নেমে সাংবাদিকদের ভিপি নুর জানিয়েছেন, তাকে কোন গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদ করেনি। তবে, তাকে হয়রানি করা হয়েছে। তার বিরুদ্ধে মোসাদের সাথে যে যোগসাজশের প্রশ্ন উঠেছে তা নিয়ে বলেন, তাকে দেশ আসতে না দেয়ার জন্য এই যোগসাজশ করা হয়েছে।
গত ডিসেম্বরের শেষে কাতার যান নুর। সেখান থেকে দুবাই হয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে যান। তবে এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এজেন্ট’ মেন্দি সাফাদির সঙ্গে তার বৈঠকের একটি খবর ও ছবি ছড়িয়ে পড়ে যা বিতর্কের জন্ম দেয়।
যদিও এ ধরনের কোনো বৈঠকের খবর অস্বীকার করেছেন নুরুল হক নুর। মেন্দি সাফাদির সঙ্গে নিজের ছবি ‘ফটোশপ’ বলে দাবি করেছেন তিনি।
অপর দিকে এ বৈঠক হয়েছে দাবি করে ইতিমধ্যে নুরের বিরুদ্ধে দেশের একাধিক থানায় মামলার আবেদন জমা পড়েছে।
এ বিষয়ে আবু হানিফ বলেন, বৈঠকের খবর সম্পূর্ণ ভুয়া এবং সরকারের চক্রান্ত। এসব চক্রান্তকে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব।