আ.লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০৩:১৭ পিএম

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে শনিবার বিকেল তিনটার সময় আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। ছবি: ভোরের কাগজ
আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলনের নেতৃত্বে নির্বাচন পর্ব দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল তিনটার সময় এই অধিবেশন শুরু হয়। শুরুতেই মঞ্চে আসন গ্রহণ করুন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশে আছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রথা অনুযায়ী আটটি সাংগঠনিক বিভাগ থেকে আটজন জেলার সভাপতি অথবা সাধারণ সম্পাদক বক্তব্য রাখবেন। প্রথমেই বক্তব্য রাখছেন রংপুর বিভাগ থেকে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কোরাইশি। এরপর রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের একজন করে বক্তব্য রাখবেন।
এরপর দলের অর্থ সম্পাদকের রিপোর্ট পেশ করা। বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে নির্বাচন কমিশন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু করবেন।