পদত্যাগ করলেন বিএনপির এমপি হারুন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ০১:০০ পিএম

ফাইল ছবি

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে তার পদত্যাগপত্র জমা দেন বিএনপি নেতা হারুনুর রশীদ। ছবি: ভোরের কাগজ
অবশেষে সংসদ সদস্য পদ আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিলেন বিএনপি নেতা হারুনুর রশীদ।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে তার পদত্যাগপত্র জমা দেন তিনি।
তিনি বলেন, দেশ এখন আর আইন অনুসারে পরিচালিত হচ্ছে না। এখন এই সংসদ মহাজোটের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। এখানে কোনো বিরোধী দলের সদস্য নেই। এটি একদলীয় সংসদ। আমাদের সংবিধান ও কার্যপ্রণালী বিধিতে এই ধরনের কোনো সুযোগ নেই।
এর আগে বিএনপির পাঁচজন এমপি ও একজন সংরক্ষিত আসনের এমপি (ব্যারিস্টার রুমিন ফারহানা) পদত্যাগ করেন।
বিএনপি নেতা হারুনুর রশীদ আরও বলেন, আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যালয়ে কিছুদিন আগেই নারকীয় তাণ্ডব চালানো হয়েছে। এটি একটি গণতান্ত্রিক সভ্য দেশে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজকে পার্টির (দলের) চেয়ারম্যান, মহাসচিবসহ সব নেতার বিরুদ্ধে ‘মিথ্যা জঙ্গি ও নাশকতার মামলা’ দিয়ে তাদেরকে আটক রাখা হয়েছে।