মিরপুরে এসি বিস্ফোরণ, দগ্ধ আরও একজনের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ০৪:১০ পিএম

ফাইল ছবি
রাজধানীর মিরপুর ১৩ নম্বরের পূর্ব-ইমামনগর এলাকায় এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরিয়ান (১৪) নামে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুই জনে দাঁড়িয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) রাত তিনটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, আরিয়ানের শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল।
এর আগে গত শনিবার (১৭ ডিসেম্বর) বিস্ফোরণের ঘটনায় রাত একটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়। হাজেরা বেগমের শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল।
গত শুক্রবার ১৬ ডিসেম্বর রাতে এই এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় হাজেরা বেগম ও আরিয়ান দগ্ধ হন।