×

জাতীয়

বিএনপির চরিত্রের সঙ্গে ২৭ দফা সামঞ্জস্যপূর্ণ নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ০৮:০৭ এএম

বিএনপির চরিত্রের সঙ্গে ২৭ দফা সামঞ্জস্যপূর্ণ নয়

ফাইল ছবি

   

বিএনপির রাজনৈতিক চরিত্রের সঙ্গে তাদের ২৭ দফা সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বিএনপি রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার অংশ হিসেবে ২৭ দফা প্রস্তাব দেয়ার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি রাষ্ট্র মেরামতের ২৭ দফা ঘোষণার মধ্য দিয়ে দ্বিচারি অবস্থান নিয়েছে। প্রশাসনকে দলীয়করণ করা থেকে শুরু করে এমন কিছু নেই যা তারা না করেছে। এদেশে বিচার ব্যবস্থাকে ব্যবহার করেছে তারা, যারা আজকে রাষ্ট্রকাঠামো সংস্কারের কথা বলছে, বিচার বিভাগের সংস্কারের কথা বলছে।

দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে এসব বিষয়ে আলাপের ফাঁকে তিনি বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৪ বছর ধরে ক্ষমতায় আছে। এই সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে অনেক ঘটনা ঘটানোর তারা চেষ্টা করেছিল। কিন্তু ব্যর্থ হয়েছে। এজন্য বিএনপির মুখে এই ২৭ দফা শোভা পায় না। যারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ২১ আগস্টের গ্রনেড হামলা চালিয়েছে, সেলিম দেলোয়ারকে হত্যা করেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের হত্যা করেছে, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করেছে, ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করেছে, তারা এখন বলছে, যার যার ধর্ম সেই পালন করবে।

তিনি জানান, বিএনপি হচ্ছে এই দেশের সাম্প্রদায়িক শক্তির স্রষ্টা। বিএনপি যে কৌশলপত্র দিয়েছে তা বাস্তবায়নের যদি সদিচ্ছা থাকে তাহলে তাদের সামনে একটিমাত্র পথ খোলা আছে। এসব পরিবর্তন আনতে হলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে হবে। তারা একদিকে নির্বাচন বর্জনের কথা বলবে, ভোট বর্জনের কথা বলবে, অন্যদিকে এসব দফা দেবে, এটা আসলে বিএনপির দ্বিচারিতা। বিএনপির রাজনৈতিক চরিত্র ও অতীত কর্মকান্ডের সাথে এই ২৭ দফা সামঞ্জস্যপূর্ণ নয়। যারা জামায়াতসহ সাম্প্রদায়িক শক্তির সাথে গাঁটছড়া বাঁধে তাদের মুখে এই ধরনের দফা শোভা পায় না।

বিএনপির ২৭ দফা নিয়ে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে দলের অবস্থান তুলে ধরবেন বলেও জানান জাহাঙ্গীর কবির নানক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App