কূটনীতিকদের লাগামহীন বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থি : রওশন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ০৫:৪৫ পিএম

রওশন এরশাদ। ছবি: সংগৃহীত
বিরোধী দলের নেতা রওশন এরশাদ বলেছেন, পৃথিবীর ইতিহাসে কোনো দেশের স্বাধীনতা অর্জনে বাংলাদেশের মতো বিশাল রক্তদানের ঘটনা বিরল। স্বাধীনতা অর্জনে এত মানুষের আত্মাহুতি আর কোথাও দিতে হয়নি। সেই স্বাধীন সার্বভৌম দেশে আমাদের ভাতৃপ্রতিম বিদেশি কূটনীতিকদের অবাধ বিচরণ ও লাগামহীন বক্তব্য শিষ্টাচারবহির্ভূত এবং মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি।
আজ শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে রওশনপন্থিরা। এতে অনলাইনে অংশ নিয়ে রওশন এরশাদ এসব কথা বলেন। গুলশান দুই নম্বরে জাপার নতুন কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রওশন বলেন, ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য দূরীকরণ ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ৩০ লাখ মানুষের রক্ত ও লাখো মা বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। বিজয় দিবসে জাতীয় পার্টির সব স্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীনতার ভ্যানগার্ডের ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিরোধী দলের নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, এসএমএম আলম, চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, এমএ গোফরান, গোলাম সারোয়ার মিলন, জিয়াউল হক মৃধা, কাজী মামুনুর রশীদ, রফিকুল হক হাফিজ, নুরুল ইসলাম মিলন, ক্বারি হাবিবুল্লাহ বেলালী, আবদুল আজিজ চৌধুরী, গুলজার হুসেন, মুহাম্মদ জহির উদ্দিন, খন্দকার বেলাল প্রমুখ।