রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ০১:২২ এএম

ছবি: ভোরের কাগজ


রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরের রাসেল স্কোয়ার ট্রাফিক পুলিশ বক্সের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশায় থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন খোকন (৩৫) নামের এক রিকশাচালক।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কলাবাগান থানার এসআই নজরুল ইসলাম ভোরের কাগজকে জানান, আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও নিহতদের পরিচয় জানাসহ বিস্তারিত আমরা খতিয়ে দেখছি।
