সুনামগঞ্জে ১৭ মামলার আসামি ইমন গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২, ০৬:৫৭ পিএম

ছবি: ভোরের কাগজ
সুনামগঞ্জে ৪ মামলার সজাপ্রাপ্ত ও ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইমনকে গ্রেপ্তার করেছে শাল্লা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. জসিম উদ্দিনের নেতৃত্বে সোমবার গভীর রাতে রাজধানীর কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। সে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত গোলাম জিলানীর ছেলে ইমন বিন জিলানী।
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্ ভোরের কাগজকে জানান, তার বিরুদ্ধে সিলেট, হবিগঞ্জ, বগুড়া, কুমিল্লা, নরসিংদী ও ঢাকায় ৪টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা পরোয়ানা এবং আরও ৯টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাসহ মোট ১৩টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়াও সে বিভিন্ন জেলায় অবস্থান করে প্রতারণার মাধ্যমে দীর্ঘদিন যাবৎ টাকা আত্মসাৎ করে আসছে। সে অত্যন্ত চালাক হওয়ায় নিজ এলাকায় না থেকে রাজধানী ঢাকা ও অন্যান্য স্থানে দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে ছিল।