কারা কর্তৃপক্ষের কাছে খালেদার মেডিকেল রিপোর্ট হস্তান্তর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০১৮, ০৪:৩৩ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) কর্তৃপক্ষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত চার সদস্যের মেডিকেল টিম মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই রিপোর্ট হস্তান্তর করে।
পরে ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরুদ্দিন সাংবাদিকদের জানান, কারা কর্তৃপক্ষের লিখিত আবেদনের পর গত রোববার কারাগারে গিয়ে চার সদস্যের একটি মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে। স্বাস্থ্য সংক্রান্ত সেই পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট কারা কর্তৃপক্ষকে দেয়া হয়েছে।
এর আগে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের চার অধ্যাপককে নিয়ে বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়।
মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক মো. সামসুজ্জামান, নিউরোলজি বিভাগের অধ্যাপক মনসুর হাবীব, মেডিসিন বিভাগের টিটু মিয়া ও ফিজিকেল মেডিসিন বিভাগের সোহেলী রহমান।
এরপর গত রোববার দুপুরে কারাগারে গিয়ে তারা খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন।
গত ৮ ফেব্রুয়ারি পুরনো ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকেই তাকে নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে রাখা হয়েছে।