একাদশ শ্রেণিতে ভর্তি: ৮ ডিসেম্বর আবেদন শুরু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২, ০৬:৩২ পিএম

ফাইল ছবি
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে ৮ ডিসেম্বর, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের গ্রহণের এই তারিখসহ অন্যান্য বিষয় ঠিক করা হয়।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, এবারও একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না। অনলাইনে হবে ভর্তির কাজটি।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর সভায় অনলাইনে যোগ দেন। বাকিরা সশরীরে সভায় যোগ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বৈঠকের সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, অনলাইনে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে।
২৮ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন। বিপুল এই শিক্ষার্থীরা এখন উচ্চমাধ্যমিকে ভর্তির অপেক্ষায় আছে।
ফল প্রকাশের দিন গত সোমবার শিক্ষামন্ত্রী বলেছিলেন, উচ্চমাধ্যমিকে ভর্তি যে পদ্ধতিতে হয়, এ বছরও সে পদ্ধতিতেই হবে। সেখানে কোনো ব্যত্যয় হবে না। আর ভর্তিতে আসনসংকট হওয়ার কোনো কারণ নেই। কারণ, যত শিক্ষার্থী পাস করে, তার চেয়ে আসনসংখ্যা অনেক বেশি আছে।