আ.লীগ যেন বাধা দিতে না পারে কমিশনারকে জানিয়েছি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ১২:১৭ পিএম

ডিএমপি কার্যালয়ে আমান উল্লাহ আমানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশে অনুমতি এবং সমাবেশে বিএনপি নেতাকর্মীদের আসতে বাধা দেয়াসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা যেন কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেই বিষয়ে ডিএমপি কমিশনারকে জানিয়েছি।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মিন্টো রোডের ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে বৈঠক শেষ করে বেরিয়ে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বেশ কয়েকটি বিভাগীয় শহরে আমাদের সমাবেশ হয়েছে। আগামীতে ছয়টি বিভাগীয় শহরে সমাবেশ রয়েছে। ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা এর জন্য অনুমতি চেয়েছি। তারা বলেছেন, আলোচনা করে আমাদের জানাবেন।