সুইডেন ও নরওয়ে রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২, ০৫:১১ পিএম

মঙ্গলবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যরা। ছবি: ভোরের কাগজ
ঢাকায় নিযুক্ত সুইডেন ও নরওয়ে রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল বলেন, সুইডেন ও নরওয়ের সঙ্গে বৈঠক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্হায়ী কমিটি সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত রয়েছেন।
অন্যদিকে, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন, সুইডেন রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে, সুইডেন দূতাবাসের রাজনৈতিক ও বাণিজ্যিক প্রথম সচিব আনা সোয়ান্তেসন বৈঠকে অংশ নিয়েছেন।