শাহজালালে ১ কেজি স্বর্ণ ও আইফোনসহ গ্রেপ্তার ১

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২, ০৭:৪৯ পিএম

গ্রেপ্তারকৃত আসামি


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণ ও দুটি আইফোনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম হোসাইন মাহমুদ।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) গোয়েন্দা দল। এসময় তার কাছ থেকে তিনটি ল্যাপটপও জব্দ করা হয়েছে।

এয়ারপোর্ট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে আটকের পর তল্লাশি করে ছয়টি স্বর্ণের বার (৬৯৬ গ্রাম), ২৯৬ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার, তিনটি ল্যাপটপ ও দুটি আইফোন জব্দ করা হয়।

পরে কাস্টমস আইনে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা (নম্বর-৪) দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।