ফিলিং স্টেশনে দগ্ধ ৫ জনেরই মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ০৯:৫৩ এএম
গাজীপুরের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনে সিলিন্ডারবোঝাই কাভার্ডভ্যানে বিস্ফোরণের ঘটনায় আনোয়ারুল ইসলাম (২৭) নামে আরও একজন মারা গেছেন। এই নিয়ে এ ঘটনায় দগ্ধ পাঁচ জনই মারা গেলেন।
রবিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৩ অক্টোবর গাজীপুর বড়বাড়ি এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণ হয়। এতে আনোয়ারুল ইসলাম (২৭), আল-আমিন (২৫), সিরাজুল ইসলাম টুটুল (২৫), পারভেজ (৩৩), মিঠু (২৬) নামে পাঁচজন দগ্ধ হন।
আগুনে আল-আমিনের ৫০ শতাংশ, সিরাজুল ইসলাম টুটুলের ৮০ শতাংশ, পারভেজের ৮৬ শতাংশ ও মিঠুর ১০০ শতাংশ শরীর দগ্ধ হয়েছিলো।