
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৫:৩৮ পিএম
আরো পড়ুন
বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ০৯:৫৯ পিএম
বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, আলীকদম ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ৪ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে এ নিষেধাজ্ঞা।
রবিবার (৩০ অক্টোবর) জেলা প্রশাসন থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জানা যায়, জেলার রুমা-রোয়াংছড়ি, থানচি ও আলীকদম উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তাই নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
অপরদিকে আলীকদম ও থানচি দুটি উপজেলায় গত ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, আলীকদম ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ৪ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে এ নিষেধাজ্ঞা।
রবিবার (৩০ অক্টোবর) জেলা প্রশাসন থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জানা যায়, জেলার রুমা-রোয়াংছড়ি, থানচি ও আলীকদম উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তাই নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
অপরদিকে আলীকদম ও থানচি দুটি উপজেলায় গত ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।