ব্যান্ডেজে মোড়ানো নারীর মরদেহ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ০৮:৩৮ পিএম

ফাইল ছবি
রাজধানী থেকে অজ্ঞাত নামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫০-৫৫ বছর।
উত্তরার ডিয়াবাড়ির ১৭ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের আই ব্লকের একটি ফাঁকা প্লট থেকে শনিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার বা হাত ভাঙা ও শরীরে ব্যান্ডেজ ছিল তাই পুলিশ ধারণা করছে কে বা কারা মেক্সি পরিহিত নারীর মরদেহটি ফেলে রেখে গেছে।
তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মওদুদ হাওলাদার ভোরের কাগজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা গতকাল দুপুর ১২টার দিকে এক নারী মরদেহ পড়ে থাকার খবর পাই। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৫০-৫৫ বছর।
তিনি আরো বলেন, ওই নারীর বা হাত ভাঙা ছিল। রক্তাক্ত অবস্থায় শরীরের ব্যান্ডেজ প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করছি কেউ তাকে মারধরের পর চিকিৎসা করিয়েছে। পরে মারা যাওয়ায় লাশ ফেলে গেছে। তবে তাকে মারপিট করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে আমরা কাজ করছি। নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওর্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও তার পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে বলেও জানান তিনি।