ইউক্রেনে প্রবাসীদের যে নির্দেশনা দিলো দূতাবাস

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ০২:৩৩ এএম

পোল্যান্ডে অবস্থিতি বাংলাদেশ দূতাবাস
ইউক্রেনে চলমান রুশ হামলার পরিপ্রেক্ষিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের যোগাযোগের নির্দেশনা দিয়েছে প্রতিবেশী দেশ পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দেশটির স্থানীয় শুক্রবার (২১ অক্টোবর) এই বার্তা দেয়া হয়।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রাশিয়ার চলমান হামলার পরিপ্রেক্ষিতে ইউক্রেন পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা রয়েছে। এরই মধ্যে ইরান তার নাগরিকদের অনতিবিলম্বে ইউক্রেন ছাড়তে বলেছে।
এর আগে ভারতও তার নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দেয়। আরো একাধিক দেশ আগে থেকেই তাদের নাগরিকদের ইউক্রেন ভ্রমণ না করার এবং ইউক্রেনে থাকলে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিয়ে আসছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরুর প্রাক্কালে বাংলাদেশ দূতাবাস ইউক্রেন প্রবাসী বাংলাদেশিদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছিলো। সে সময় অনেক বাংলাদেশি ইউক্রেন ছেড়ে অন্য দেশে পাড়ি জমান।