×

জাতীয়

সিসি ক্যামেরায় গুরুত্ব সাবেক সিইসিদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ০৮:১৯ পিএম

সিসি ক্যামেরায় গুরুত্ব সাবেক সিইসিদের

নির্বাচন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সাবেক সিইসিরা

   
গাইবান্ধা-৫ উপনির্বাচন বন্ধ করে ইসি সঠিক কাজ করেছে
নির্বাচনে সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসিয়ে মনিটরিং করতে পারলে ভালো হবে এবং সিসি ক্যামেরা দেখে নির্বাচনে অনিয়ম ধরা পড়লে প্রয়োজনে তা বন্ধ করার পরামর্শ দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য সাবেক কমিশনার ও ইসি সচিবগণ। তারা ভোটে সিসি ক্যামেরা বাড়ানো ও ব্যবহারের ওপর গুরত্বারোপ করেছেন। বুধবার (১৯ অক্টোবর) নির্বাচন ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন পরামর্শ দিয়েছেন আলোচকরা। ইসিতে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক সিইসি বিচারপতি আবদুর রউফ, কাজী রকিব উদ্দীন আহমেদ, কে এম নুরুল হুদা। আরো উপস্থিত ছিলেন, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনালের (অব.) সাখাওয়াত হোসেন, রফিকুল ইসলাম, কবিতা খানম, মোহম্মদ শাহনেওয়াজ, সাবেক ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ, এম এম রেজা. ড. মো সাদিক, মোহম্মদ আব্দুল্লাহ, মো. সিরাজুল ইসলাম, মো. মোখলেসুর রহমান এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী। এসময় অন্য চার কমিশনারসহ ইসির উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে গাইবান্ধা-৫ উপনির্বাচন বন্ধ করে হাবিবুল আউয়াল কমিশন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ, কাজী রকিব উদ্দীন আহমেদ এবং কে এম নুরুল হুদা। বিচারপতি আবদুর রউফ বলেন, গাইবান্ধা-৫ উপনির্বাচনে অনিয়মের কারণে সিসিটিভি দেখে ইসির ভোট বন্ধের সিদ্ধান্ত সঠিক ছিল। প্রয়োজনে তারা এ ধরনের ঘটনা ঘটলে আবারো নির্বাচন বন্ধ করবেন এমন পরামর্শ দিয়েছি আমি। তিনি নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিটি ক্যামেরা বসানোরও পরামর্শ দেন। কাজী রকিব উদ্দীন আহমেদ জানিয়েছেন, গাইবান্ধা নির্বাচনে অনিয়ম হচ্ছিল, যা ইসির কন্ট্রোলের বাইরে চলে যায় তার কারণে ইসি ভোট বন্ধ করে দিয়েছে এটা খুব সাহসী এবং সঠিক সিদ্ধান্ত। নির্বাচনে কোন ধরনের অনিয়ম হলে তা বন্ধ করার মত সাংবিধানিক ক্ষমতা ইসির হাতে রয়েছে। ইভিএম সম্পর্কে তিনি বলেন, কমিশন বলেছে, বর্তমানে যে ইভিএম ব্যবহার করা হচ্ছে তা আগের চেয়ে অনেক উন্নত, এতে ভোট কারচুপির কোন সম্ভাবনা নেই। তাই যদি হয় তাহলে ইভিএমে ভোট নিয়ে আপত্তি থাকার কথা নয়। আর ইসি সিসিটিভি ব্যবহারের যে পদ্ধতি চালু করেছে তা প্রশংসার যোগ্য। কে এম নুরুল হুদা জানান, গাইবান্ধা উপনির্বাচন সিসি ক্যামেরার মাধ্যমে ইসি পর্যবেক্ষণ করে যদি দেখে সেখানে অনিয়ম হচ্ছে, তা ইসির আওতার বাইরে চলে গেছে, তাহলে ভোট বন্ধ করে দিয়ে তারা সঠিক কাজ করেছে। আমরা বলেছি এ ক্ষমতা সাংবিধানিকভাবে এ প্রতিষ্ঠানটিকে দেয়া হয়েছে। তারা সে ক্ষমতার সঠিক প্রয়োগ করেছে। এটা প্রশংসার যোগ্য। ইভিএমে কারচুপি সম্ভব কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আগের চেয়ে ইভিএম আরো আধুনিক করা হয়েছে বলে জানিয়েছেন সিইসি হাবিবুল আউয়াল, সেক্ষত্রে যদি ইভিএমে কোন কারচুপি সম্ভব না হয় তাহলে তা নির্বাচনে ব্যবহার করতে আপত্তি থাকার কথা নয়। বৈঠকের বিষয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল জানান, মূলত গাইবান্ধা-৫ উপনির্বাচন বন্ধ করে ইসি সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিনা তা নিয়ে এনাদের সঙ্গে আলোচনার জন্য এ বৈঠকের আয়োজন করা হয়েছিল। তারা জানিয়েছেন, আমরা গাইবান্ধা উপনির্বাচন বন্ধ করে সঠিক ও সাহসী সিদ্ধান্ত নিয়েছি। তারা আমাদের এ সিদ্ধান্তের প্রসংশা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের ভোট কারচুপি অনিয়ম হলে ভোট বন্ধ করে দেবার পরামর্শও দিয়েছেন। তারা সিসি ক্যামেরা বাড়ানোর জন্য আমাদের বলেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App