ফতুল্লায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ১২:২৬ পিএম

ফাইল ছবি

মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের মধ্যে তিনজন আদালতে উপস্থিত ছিলেন
২০০৫ সালে দায়ের করা এ মামলায় একজনকে খালাস দেয়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ অক্টোবর) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- কামরুল হাসান, রবিউল, আলী আকবর ও শুক্কুর আলী। চার আসামিকে সহায়তাকারী হিসেবে ডলি বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এই মামলায় নাসরিন আক্তার নামে আরেক আসামিকে খালাস দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় পলাতক ছিল রবিউল ও ডলি বেগম। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলো।আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবুদ্দিন আহমেদ বলেন, ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী আফসানা আক্তার মিতাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ২০০৫ সালে জুনে মামলা হয়। এ মামলায় একজনকে যাবজ্জীবন ও একজনকে খালাস দিয়েছে আদালত।
[caption id="attachment_376459" align="aligncenter" width="1367"]