রিকশা আটক করায় পাঁচটি ট্রাফিক বক্সে হামলা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ০৪:৩৬ পিএম

প্রতীকী ছবি
ব্যাটারিচালিত রিকশা আটক করায় রাজধানীর মিরপুর ও পল্লবী থানা এলাকায় পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছেন রিকশাচালকরা। এতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে হামলায় মিজানুর রহমান নামে এক কনস্টেবল আহত হয়েছেন।
শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে হামলার সূত্রপাত হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের বক্তব্য, পল্লবীর কালশীর মূল সড়ক থেকে ব্যাটারিচালিত দুটি রিকশা আটক করা হয়। এ ঘটনায় ব্যাটারিচালিত রিকশাচালকেরা সংঘবদ্ধ হয়ে মিরপুর ১২, কালশী মোড়, সাগুফতা মোড়, মিরপুর ১০, মিরপুর ১০ নম্বর গোলচত্বর ট্রাফিক পুলিশ বক্সে প্রায় একই সময়ে হামলা চালায়। তারা ইটপাটকেল নিয়ে ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালায়।