×

জাতীয়

চট্টগ্রাম বিএনপির সমাবেশে জামায়াতের স্লোগান নিয়ে তোলপাড়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ১২:৫৪ পিএম

   

বিএনপির সমাবেশে জামায়াতে ইসলামী ও মুসলিম লীগের রাজনৈতিক স্লোগান দেয়ায় তোলপাড় চলছে রাজনীতিতে। খোদ বিএনপির অনেক নেতাও এতে বিব্রত হয়েছেন। দলটির রাজনৈতিক মিত্র এবং সমমনা অনেক দলও বিষয়টিকে ভালো চোখে দেখছে না। এমনকি, বিএনপির বিরোধীরাও এ নিয়ে চাঙা। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে স্লোগানটি দলীয় নয়, স্লোগানদাতার ব্যক্তিগত। এর সঙ্গে বিএনপির রাজনীতির কোনো সম্পর্ক নেই।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা ও খালেদা জিয়ার মুক্তি দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে বিভাগীয় গণসমাবেশ করে চট্টগ্রাম বিএনপি। মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতেই মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী ‘নারায়ে তাকবির’ স্লোগান দেন। পিতার স্লোগান দাবি করে অন্য দলের স্লোগানের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর এ স্লোগান দেয়ার আগে পিতার নাম উল্লেখ করে হুম্মাম কাদের চৌধুরী বলেন, বেশি সময় নেব না। অনেক সিনিয়র নেতা

এসেছেন। আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কোনো বড় নেতা হিসেবে নয়। আজকে এসেছি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হিসেবে। আপনারা সবাই সঙ্গে থাকলে আমাদের পরাজিত করার শক্তি কারও নেই। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, ‘যাওয়ার আগে বাবার স্লোগান আপনাদের বলে যেতে চাই। নারায়ে তকবির, নারায়ে তকবির, নারায়ে তকবির।

হুম্মাম কাদের যখন ‘নারায়ে তকবির’ বলে তিনবার স্লোগান দেন, তখন সমাবেশস্থলে উপস্থিত বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ‘আল্লাহু আকবর’ বলে ধ্বনি দেন। এরপর হুম্মাম বলেন, আমরা যখন আবার এই ময়দানে আসব, সরকার গঠন করে আসব। এই আওয়ামী লীগ সরকারকে বলে দিতে চাই, ক্ষমতা ছাড়ার পর একা বাড়িতে যেতে পারবেন না। প্রত্যেকটা শহীদের বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে বাধ্য করব।’ অবশ্য হুম্মামের দাদা ফজলুল কাদের চৌধুরীর দল মুসলিম লীগেরও স্লোগান ছিল এটি। সালাহউদ্দিন কাদের চৌধুরীও যখন মুসলিম লীগে ছিলেন, তখন এই স্লোগান ব্যবহার করতেন।

হুম্মামের এ স্লোগান প্রসঙ্গে গতকাল বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে দলের অবস্থান পরিষ্কার করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এই স্লোগান বিএনপির রাজনীতির অংশ নয়। হুম্মামের বক্তব্যের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততাও নেই। এটা হুম্মামের ব্যক্তিগত স্লোগান।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, এটি আমাদের সাংগঠনিক স্লোগান নয়। পুরো সমাবেশে এই স্লোগান আর কোনো নেতা দেননি। বক্তব্যের শুরুতে হুম্মাম কাদের বলেন, তিনি তার বাবার স্লোগান দিয়েছেন। এর সঙ্গে বিএনপি জড়িত নয়। তিনি (হুম্মাম) এ স্লোগান দিয়েছেন তার ব্যক্তিগত জায়গা থেকে। দেয়ার আগে তিনি নিজেই বলেছেন যে, বাবার স্লোগানটা দিচ্ছি।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতেন। তার ছেলেও একই পথে হাঁটছেন। মানুষ এখন এগুলো বোঝে। মানুষ এখন অনেক সচেতন। তাই তারা সুবিধা করতে পারবেন না।

উল্লেখ্য, হুম্মাম কাদের চৌধুরীর বাবা সালাহউদ্দিন কাদের চৌধুরী একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে মানবতাবিরোধী বিভিন্ন অপরাধে অংশ নেন। সাকা চৌধুরীর বাবাও তৎকালীন মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীও মুক্তিযুদ্ধের বিরোধী ভূমিকায় ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালেই মুক্তিযোদ্ধাদের হামলায় আহত হয়ে সালাহউদ্দিন কাদের চৌধুরী দেশ ছেড়েছিলেন। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তিনি দেশে ফিরে রাজনীতি শুরু করেন। মুসলিম লীগ, জাতীয় পার্টি, এনডিপি এবং ফাঁসিতে দণ্ডিত হওয়ার সময় পর্যন্ত তিনি বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন। দলটির স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি। একাত্তরের মানবতাবিরোধীদের বিচার শুরু হলে সালাহউদ্দিন কাদেরকে গ্রেপ্তার করা হয়। মানবতাবিরোধী অপরাধের দায় প্রমাণিত হওয়ায় সাকা চৌধুরীর ফাঁসির রায় দেন আদালত। ২০১৫ সালের ২২ নভেম্বর তার ফাঁসির রায় কার্যকর হয়। এরপর থেকে রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন হুম্মাম। বছরখানেক ধরে আবার রাজনীতিতে সক্রিয় হয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App